বেকিং

কেক ফ্লাওয়ার

নরমাল ময়দার সঙ্গে কর্নফ্লাওয়ার মিক্স করলেই তাকে কেক ফ্লাওয়ার বলে।অনেক ভিডিওতে আমারা কেক ফ্লাওয়ার ইউজ করতে দেখি যা এভাবেই তৈরি করা হয়।

প্রস্তুতি:

একটি বাটিতে ১ কাপ ময়দা নিয়ে সেই ময়দা থেকে ২ টেবিল চামচ ময়দা সরিয়ে নিয়ে তার ভেতর ২ টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালোমতো মিক্স করে চেলে নিতে হবে ২বার।তাহলেই আপনার কেক ফ্লাওয়ার রেডি।

কেক প্রিমিক্স

উপকরণ :

১. কেক ফ্লাওয়ার(১কাপ)

২. গুড়া চিনি/আইসিং সুগার(১কাপ)

৩. বেকিং পাউডার(১ চা চামচ )

৪. বেকিং সোডা( ১/২ চা চামচ)

৫. ভ্যানিলা পাউডার(২ চা চামচ))

৬. পাউডার মিল্ক ( ১ টেবিল চামচ)

প্রস্তুতি :

সব উপাদান একসাথে ভালোমত মিক্স করে চেলে নিতে হবে ২ বার যেনো কোনো কিছুর দানা থেকে না যায়। ব্যস রেডি হয়ে গেলো কেক প্রিমিক্স।

Leave a Comment