রসমালাই

মিষ্টি ছাড়া বাঙালি ভাবাই যায়না। সে যে রকম মিষ্টিই হোক না কেন! পুজো পার্বণ হোক বা রোজকার ভুরিভোজ- মিষ্টি ছাড়া সবই ফাঁকা। আর রসমালাই সবারই পছন্দের তালিকায় এক নম্বরে। বাড়িতে রসমালাই তৈরি করা কঠিন নয়, রইল রেসিপি…….

উপকরণঃ
  • গুঁড়া দুধ- দেড় কাপ‏
  • তরল দুধ- ৩ কাপ‏
  • চিনি- ১/২ কাপ‏
  • এলাচ গুঁড়া- ১/৪ চা চামচ‏
  • বেকিং পাউডার- ১/২ চা চামচ‏
  • ঘি- ১ টেবিল চামচ‏
  • ডিম- ১ টি।
প্রস্তুত প্রনালীঃ

প্রথমে একটি পাত্রে এক কাপ গুঁড়া দুধ নিন। এরপর তার সঙ্গে মেশান বেকিং পাউডার ও ঘি। আলতো হাতে মিশিয়ে নিন। এবার ফেটানো ডিম অল্প অল্প করে মিশিয়ে একটি নরম ডো তৈরি করুন। ডিম যেন স্বাভাবিক তাপমাত্রার হয় সেদিকে খেয়াল রাখবেন। ডো হাতের সঙ্গে লেগে এলে বুঝবেন মিষ্টি তৈরি করা যাবে। এরপর মিনিট পাঁচেক অপেক্ষা করুন। তারপর সেই ডো থেকে ছোট ছোট মিষ্টির আকারে গড়ে নিন।

একটি হাঁড়িতে আড়াই কাপ দুধ, চিনি, এলাচ গুঁড়া দিয়ে জ্বাল করে নিন। দুধ ফুটতে শুরু করলে তাতে মিষ্টি দিয়ে দিন। দুধ যেন ঘন না হয় সেদিকে খেয়াল রাখবেন। এভাবে ঢাকনা দিয়ে মাঝারি আঁচে পাঁচ মিনিট জ্বাল দেবেন। মাঝে মাঝে হাঁড়িটি সামান্য দুলিয়ে দিন যেন দুধ উপচে না পড়ে।

একটি ছোট পাত্রে বাকি গুঁড়া দুধ হালকা গরম পানিতে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর হাঁড়ির ঢাকনা খুলে দুধের মিশ্রণটি দিয়ে দিন। আলতো করে নেড়ে আরও পাঁচ মিনিট জ্বাল দিন। এরপর চুলা বন্ধ করে রেখে দিন ঘণ্টা দুয়েক। ততক্ষণে মিষ্টিগুলো রস ভালোভাবে শুষে নেবে। এরপর পরিবেশন করুন সুস্বাদু রসমালাই।

Leave a Comment