ম্যাংগো লাচ্চি রেসিপি
ঊপকরন-*পাকা আম -২ টা*দই – ১/২ কাপ টক বা মিস্টি*চিনি – ৩ চা চামচ*পানি ১/২ কাপ*পরিবেশন – ২ কাপ প্রনালী—১.প্রথমে আম ধুয়ে খোসা ফেলে কেটে নিন। ২.এরপর আম গুলিকে চালুনীতে ছেকে নিন ।এবার রস গুলির সাথে একটা হ্যান্ড মিকচারদিয়ে দই চিনি ও পানি দিয়ে ভাল করে মিক্সড করে নিন। ৩.এরপর গ্লাসে ঢেলে পরিবেশন করুন । … Read more